পাতা দিয়ে লেখা ‘হেল্প’ দেখে নির্জন দ্বীপ থেকে ৩ নাবিককে উদ্ধার মার্কিন নৌসেনার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Apr 2016 01:21 PM (IST)
1
2
3
4
মাইক্রোনেশিয়ার ফানাডিকে প্রশান্ত মহাসাগরের বুকে এক নির্জন দ্বীপে হঠাতই আটকে পড়েন তিনজন নাবিক। নিরুপায় হয়ে পাতা দিয়েই সমুদ্র সৈকতের বালি-র ওপর হেল্প লেখেন তাঁরা। সেই হেল্প চোখে পড়ে মার্কিন সেনা এরোপ্লেনের সদস্যদের। তাঁরাই উদ্ধার করেন ওই তিনজনকে। সমস্ত ছবি সৌজন্যে এএফপি।