হিমাচল প্রদেশে ভেঙে পড়ল মিগ-২১, মৃত পাইলট
স্কোয়াড্রন লিডারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। ছবি সৌজন্যে এএনআই
বিমানবাহিনী সূত্রে খবর, যুদ্ধবিমানটি পঞ্জাবের পঠানকোট বিমানঘাঁটি থেকে রুটিনমাফিক উড়ান শুরু করে। এক ঘণ্টা পরে দুপুর ১.২০ মিনিটে সেটি ভেঙে পড়ে। ছবি সৌজন্যে এএনআই
কাংরার পুলিশ সুপার সন্তোষ পাতিয়াল জানিয়েছেন, জাওয়ালি থানা এলাকার মেহরা পল্লী গ্রামে ভেঙে পড়ে মিগ-২১। ছবি সৌজন্যে এএনআই
হিমাচল প্রদেশের কাংরা জেলার একটি গ্রামে ভেঙে পড়ল মিগ-২১ যুদ্ধবিমান। ছবি সৌজন্যে এএনআই
পুলিশ সূত্রে খবর, ওই যুদ্ধবিমানের পাইলট স্কোয়াড্রন লিডার মিত কুমারের মৃত্যু হয়েছে। ছবি সৌজন্যে এএনআই
লোকসভায় বিমান দুর্ঘটনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভামরে জানিয়েছেন, ২০১৫-১৬ থেকে এখনও পর্যন্ত বিমানবাহিনীর ২৫টি বিমান দুর্ঘটনার মুখে পড়েছে। ছবি সৌজন্যে এএনআই