মোদীর পাক-নীতি মনমোহনের কাঠগড়ায়
ইংরেজিতে একটা কথা আছে, যার বাংলা করতে দাঁড়ায়, বাজনার চেয়ে খাজনা বেশি। কথার চেয়ে কাজ বেশি। মোদীজি মনে হয়, কথাটা ভুলে গিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকটাক্ষ করে তিনি এও বলেছেন, স্বপ্নের ফেরিওয়ালা এভাবেই প্রতিশ্রুতি বিলিয়ে যাচ্ছেন। কোটি কোটি মানুষকে দিয়ে তিনি অ্যাকাউন্ট খুলিয়েছেন। সাফল্য বলতে এটুকুই। লোকে বলছে, অ্যাকাউন্ট তো খুলেছি। কিন্তু করব টা কী!
মোদীর প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতির কথাও টেনে এনে তাঁকে আক্রমণ করেন তিনি।
বলেন, দু বছর ধরে কৃষি ক্ষেত্রে বদ্ধ দশা চলছে। দুর্দশা বেড়েছে ভারতীয় কৃষকের।
বলেন, বিদেশি ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত বেআইনি অর্থ দেশে ফেরাবেন, বলেছিলেন মোদী। কিন্তু পরিতাপের বিষয়, দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পালনে নিদারুণ ব্যর্থ হয়েছেন তিনি।
মোদী সরকারের শাসনে দেশের অর্থনৈতিক পরিস্থিতিকেও আক্রমণের অস্ত্র করেন মনমোহন।
টানা দশ বছর রাজ্যসভায় অসমের প্রতিনিধিত্ব করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
পঠানকোটের সাম্প্রতিক হামলা এর সর্বশেষ প্রমাণ বলে জানিয়েছেন তিনি।
অসমে কংগ্রেসের নির্বাচনী জনসভায় তিনি কেন্দ্রের এনডিএ সরকারের পাক-নীতিকে ‘ভঙ্গুর’ বলে কটাক্ষ করে অভিযোগ করেছেন, পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা এ দেশের শুধু জম্মু ও কাশ্মীরেই নয়, পঞ্জাব ও তার পাশ্বর্বর্তী রাজ্যগুলিতে ঢুকেও হামলা করছে।
বর্তমানকে আক্রমণ প্রাক্তনের। ইস্যু পাকিস্তান, সন্ত্রাসবাদ!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -