ছবিতে দেখুন-মোদী, ওবামা-রা কে কী ফোন ব্যবহার করেন
স্মার্টফোন তো বটেই। তাও যে সে লোকের নয়, নরেন্দ্র মোদী, বারাক ওবামার মতো মানুষদের। তাঁরা কে কোন মডেল ব্যবহার করেন, জানেন কি? দেখুন তাহলে......
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্ল্যাকবেরি সেলফোন ব্যবহার করেন। সুরক্ষার জন্য সেই ফোন থেকে তিনি নাকি মেসেজও পাঠান না।
আই ফোন ৫ ব্যবহার করেন ফরাসি প্রেসিডেন্ট ওঁল্যাদও।
রুশ প্রেসিডেন্টের হাতে দেখা যায় এমটিএস গ্লোনেস ৯৪৫ ফোন।
ভারতের প্রধানমন্ত্রী নাকি স্মার্টফোনের দারুণ ফ্যান। তিনি নতুন প্রযুক্তি ভালবাসেন। তাহলে ফোনের ব্যাপারে বাছবিচার তো থাকারই কথা। তিনি ব্যবহার করেন আই ফোন ৫। এই ফোনেই দেশ-বিদেশ সফরে তিনি সেলফি তোলেন।
জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল ব্ল্যাকবেরি জেড ১০ স্মার্টফোন ব্যবহার করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -