ছবিতে দেখুন-মোদী, ওবামা-রা কে কী ফোন ব্যবহার করেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jul 2016 05:48 PM (IST)
1
স্মার্টফোন তো বটেই। তাও যে সে লোকের নয়, নরেন্দ্র মোদী, বারাক ওবামার মতো মানুষদের। তাঁরা কে কোন মডেল ব্যবহার করেন, জানেন কি? দেখুন তাহলে......
2
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্ল্যাকবেরি সেলফোন ব্যবহার করেন। সুরক্ষার জন্য সেই ফোন থেকে তিনি নাকি মেসেজও পাঠান না।
3
আই ফোন ৫ ব্যবহার করেন ফরাসি প্রেসিডেন্ট ওঁল্যাদও।
4
রুশ প্রেসিডেন্টের হাতে দেখা যায় এমটিএস গ্লোনেস ৯৪৫ ফোন।
5
ভারতের প্রধানমন্ত্রী নাকি স্মার্টফোনের দারুণ ফ্যান। তিনি নতুন প্রযুক্তি ভালবাসেন। তাহলে ফোনের ব্যাপারে বাছবিচার তো থাকারই কথা। তিনি ব্যবহার করেন আই ফোন ৫। এই ফোনেই দেশ-বিদেশ সফরে তিনি সেলফি তোলেন।
6
জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল ব্ল্যাকবেরি জেড ১০ স্মার্টফোন ব্যবহার করেন।