গোলাকার স্মার্টফোন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jun 2016 09:12 AM (IST)
1
একটু অন্যরকম স্মার্টফোন ব্যবহার করতে চান? যা কিনা হবে বাজার চলতি গুলোর থেকে আলাদা! তাহলে এরকম একটা ফোন কিনে নিতেই পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
3
4
5
Monohm সংস্থা Runcible নামে গোলাকার এই ফোন লঞ্চ করেছে। দাম ৩৯৯ ডলার(প্রায় ২৬০০০ টাকা) ও ৪৯৯ ডলার (৩৩০০০ ডলার)।
6
ফোনটির বিশেষত্ব- এতে রয়েছে ২.৫ ইঞ্চির গোলাকার স্ক্রিন, রেজোলিউশন ৬৪০×৬৪০। ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১০ চিপ, ১ জিবি র্যাম। ৮ জিবি ইন্টারনাল মেমোরি, ৭ মেগাপিক্সেল রিয়র ক্যামেরা।
7
ফোনটির বেশ কিছু ছবি একনজরে...
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -