দিল্লিতে এল স্বস্তির বর্ষা
জুন মাসে বৃষ্টি না হলেও, জুলাই-অগাস্টের বৃষ্টি সেই ঘাটতি পূরণ করে দেবে। ছবি সৌজন্যে এএফপি
আবহাওয়া দফতরের পূর্বাভাস, এ বছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। ছবি সৌজন্যে এএফপি
এ বছর কেরলে বর্ষা এসেছে এক সপ্তাহ দেরিতে। ছবি সৌজন্যে এএফপি
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। অবশেষে তীব্র গরমের হাত থেকে দিল্লিবাসীকে রেহাই দিতে এল বর্ষা। ছবি সৌজন্যে এএফপি
গোটা উত্তর ভারতেই আগামী ৪৮ ঘণ্টায় ভাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ছবি সৌজন্যে এএফপি
চরণ বলেছেন, দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশের বিভিন্ন অংশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব এবং একাধিক পার্বত্য অঞ্চলেও বৃষ্টি শুরু হয়েছে। আগামী তিন-চারদিন দিল্লিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি সৌজন্যে এএফপি
আবহাওয়া দফতরের পক্ষ থেকে চরণ সিংহ শনিবার দিল্লিতে বর্ষা আসার খবর কথা ঘোষণা করেছেন। ছবি সৌজন্যে এএফপি
দিল্লিতে সাধারণত বর্ষা আসে ২৯ জুন। এবারও দেরি হয়নি। বৃহস্পতিবার বিকেলের পর থেকেই দিল্লিতে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়। শুক্রবার রাত পর্যন্ত ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ছবি সৌজন্যে এএফপি