মোরাদাবাদে ইদের উৎসবে সকলকে আলিঙ্গন করে বিখ্যাত হওয়া তরুণী আতঙ্কিত, ক্ষমা চাইছেন; কিন্তু কেন?
তিনি চান, ওই ভিডিও শেয়ার করা এবার বন্ধ হোক, লাগাতার সমালোচনার হাত থেকে একটু রেহাই দেওয়া হোক তাঁকে।
আলিশা ক্ষমা চেয়ে বলেছেন, কাউকে আঘাত দেওয়ার জন্য ও কাজ করেননি তিনি। তবে ভবিষ্যতে নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাবেন।
দিল্লির কলেজছাত্রী আলিশা সিনেমায় নামতে চান। তবে তাঁর দাবি, পরিচিতি পাওয়ার জন্য ওই ভিডিও বানাননি তিনি।
তবে সকলে যে বিরোধিতা করেছেন এমন নয়। ওঁর প্রশংসাও করেছেন অনেকে। কিন্তু বেশিরভাগেরই ওঁর পোশাক আর ছেলেদের জড়িয়ে ধরায় তুমুল আপত্তি।
আলিশা বলেছেন, তিনি চেয়েছিলেন, ইদের দিন সম্প্রীতির বার্তা দেবেন, বোঝাবেন, নারী পুরুষে কোনও ভেদ নেই। কিন্তু বুঝতে পারছেন না, লোকজন এত চটে গেল কেন।
বাড়ির লোক তাঁকে বাইরে বার হতে বারণ করেছে। নানা লোকে বলছে নানা কথা। সোশ্যাল মিডিয়ায় উড়ে এসেছে একের পর এক বিরূপ মন্তব্য।
আলিশার বক্তব্য, ওই ভিডিও তাঁকে সমস্যায় ফেলেছে।
ভিডিওয় দেখা যাচ্ছে, আলিশার আলিঙ্গন পেতে লাইন করে দাঁড়িয়েছেন তরুণরা। তিনি হাসিমুখে তাঁদের আলিঙ্গন করছেন একে একে।
তরুণীর নাম আলিশা মালিক। তিনি চেয়েছিলেন ইদের ঘটনার ছবি ইউটিউবে দিতে। কিন্তু তার আগেই কেউ ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়।
সব্বাই বলছে, মেয়েকে সামলেসুমলে রাখো। বারবার এ কথা শুনে ডিপ্রেশনে ভুগছেন তাঁর মা। বাধ্য হয়ে প্রকাশ্যে এসেছেন ইসলাম ধর্মাবলম্বী ওই তরুণী। নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
ইদের দিন ছেলেদের আলিঙ্গন করে বিখ্যাত হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু ইসলাম ধর্মের উলেমারা তাঁর আচরণে ক্ষুব্ধ। আত্মীয়স্বজন ও পরিবারের লোকজনও খড়গহস্ত তাঁর ওপর।