রিও অলিম্পিকে যে পদক দেওয়া হবে তা সবচেয়ে দামী!
এক-একটি স্বর্ণপদকের বাজার মূল্য প্রায় ৫৮৭ মার্কিন ডলার। (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৯ হাজার টাকা)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্রোঞ্জ পদকের জন্য তামা আনা হয়েছে টাঁকশাল থেকে। ফেলে দেওয়া তামাকে গলিয়ে তৈরি করা হয়েছে এই পদক
রুপোর পদকটিও ৯২,৫ শতাংশ খাঁটি। এই রুপো এসেছে পুরনো সোলডার, এক্স-রে প্লেট এবং আয়নায় ব্যবহৃত রুপো থেকে
রিও অলিম্পিকের স্বর্ণপদক অত্যন্ত খাঁটি বলে জানা গিয়েছে।
এটি খাঁটি সোনা ও রুপোর সংমিশ্রণে তৈরি করা হয়েছে।
এক-একটি পদকের ওজন ৫০০ গ্রাম। প্রত্যক পদক একটি বিশেষ কাঠের বাক্সে আসবে।
আসন্ন রিও অলিম্পিকের পদকের নকশা করেছেন শিল্পী নেলসন নেটো কার্নেইরো
যে পোডিয়ামে জয়ীরা পদক গ্রহণ করবেন, তার ডিজাইনে বিশেষত্ব রয়েছে। পোডিয়াম তৈরি হয়েছে কাঠ দিয়ে। তা সজ্জিত থাকবে পাতা দিয়ে।
পদক বাহকদের জন্য বিশেষ পোশাক তৈরি হয়েছে। ডিজাইন করেছেন রিও-র আন্দ্রেয়া মার্কি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -