রিও অলিম্পিকে যে পদক দেওয়া হবে তা সবচেয়ে দামী!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Aug 2016 11:16 PM (IST)
1
এক-একটি স্বর্ণপদকের বাজার মূল্য প্রায় ৫৮৭ মার্কিন ডলার। (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৯ হাজার টাকা)
2
ব্রোঞ্জ পদকের জন্য তামা আনা হয়েছে টাঁকশাল থেকে। ফেলে দেওয়া তামাকে গলিয়ে তৈরি করা হয়েছে এই পদক
3
রুপোর পদকটিও ৯২,৫ শতাংশ খাঁটি। এই রুপো এসেছে পুরনো সোলডার, এক্স-রে প্লেট এবং আয়নায় ব্যবহৃত রুপো থেকে
4
রিও অলিম্পিকের স্বর্ণপদক অত্যন্ত খাঁটি বলে জানা গিয়েছে।
5
এটি খাঁটি সোনা ও রুপোর সংমিশ্রণে তৈরি করা হয়েছে।
6
এক-একটি পদকের ওজন ৫০০ গ্রাম। প্রত্যক পদক একটি বিশেষ কাঠের বাক্সে আসবে।
7
আসন্ন রিও অলিম্পিকের পদকের নকশা করেছেন শিল্পী নেলসন নেটো কার্নেইরো
8
যে পোডিয়ামে জয়ীরা পদক গ্রহণ করবেন, তার ডিজাইনে বিশেষত্ব রয়েছে। পোডিয়াম তৈরি হয়েছে কাঠ দিয়ে। তা সজ্জিত থাকবে পাতা দিয়ে।
9
পদক বাহকদের জন্য বিশেষ পোশাক তৈরি হয়েছে। ডিজাইন করেছেন রিও-র আন্দ্রেয়া মার্কি।
10
11