বিশ্বের কয়েকটি ব্যয়বহুল বিয়ে শেষ হয়েছে বিচ্ছেদে, দেখব একনজরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Apr 2016 10:02 PM (IST)
1
2
বিক্রম চাটওয়াল, প্রিয়া সচদেব, ২০০৬-এ বিয়ে করেছিলেন। সেই বিয়েও ভাঙে ২০১১-এ।
3
২০০৪ সালে অমিত ভাটিয়ার সঙ্গে বিয়ে হয় মিত্তল কন্যার। ২০১৪ সালে ভেঙে যায় সেই বিয়েও। তিনটি সন্তান আছে তাঁদের
4
লক্ষ্ণী মিত্তল তাঁর মেয়ে ভনশিতার বিয়েতে খরচ করেছিলেন ৫১৪ কোটি টাকা। বিশ্বের কয়েকটি ব্যয়বহুল বিয়ের মধ্যে ছিল সেটি অন্যতম। ছদিন ধরে চলেছিল বিয়ের অনুষ্ঠান।
5
রোহান মূর্তি - লক্ষ্ণী ভেনু, ২০১১ সালে বিয়ে করেছিলেন। ইনফোসিস চেয়ারম্যান নারায়ন মূর্তির ছেলে ও টিভিএস গ্রুপের চেয়ারম্যানের মেয়ে ছিলেন লক্ষ্ণী। চার বছর বাদে ২০১৫-এ ভেঙে যায় সেই বিয়েও।
6
তাঁদের বিয়ে চলেছিল এক সপ্তাহ ধরে। ব্যয় হয়েছিল ২৫ কোটি। হলিউডের বহু তারকাই অংশ নিয়েছিলেন সেই বিয়েতে।
7
অরুণ নায়ার, লন্ডনে থাকতেন, ২০০৭-এ বিয়ে করেছিলেন মডেল ও অভিনেত্রী এলিজাবেথ হার্লিকে