মুক্তির আগেই ফাঁস হল মোটোরোলা ‘মোটো জি৬’ সিরিজের ছবি...
মোটোরোলা গতমাসেই বলেছিল, যে এপ্রিলে তারা নতুন প্রোডাক্ট লঞ্চ করবে।
রিপোর্টে বলা হয়েছে, ফাঁস হওয়া বিবরণ থেকে এটা বোঝা যাচ্ছে যে, এই ফোনের সামনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনের পিছনের পাশাপাশি সামনের দিকেও ফ্ল্যাশ দেওয়া হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, মোটো ‘জি৬ প্লাস’-এর ডিসপ্লে ৫.৯ ইঞ্চির। যেখানে এক ‘বিশেষ ডুয়াল স্মার্ট ক্যামেরা সিস্টেম’ রয়েছে। যা যে কোনও ল্যান্ডমার্ক চিনতে পারে।
অ্যান্ড্রয়েড পুলিশের একটি রিপোর্টে বলা হয়েছে, কলর-এর অপশন, কন্ট্র্যাক্টের মূল্য এবং স্পেসিফিকেশন সময়ের আগে প্রকাশ করে দেওয়া হয়েছে। তবে, এই ছবি প্রকাশের ফলে মোটোরোলার পরবর্তী লাইন-আপকে কাছ থেকে জানার সুযোগ এসেছে।
অনলাইন স্মার্টফোন রিটেলার কারফোন ওয়্যারহাউস এবং অ্যামাজন আসন্ন মোটো-জি৬ এবং জি-৬ প্লাস ফোনের ছবি মুক্তির আগেই প্রকাশ করে দিয়েছে।
অনলাইন স্মার্টফোন রিটেলার কারফোন ওয়্যারহাউস এবং অ্যামাজন আসন্ন মোটো-জি৬ এবং জি-৬ প্লাস ফোনের ছবি মুক্তির আগেই প্রকাশ করে দিয়েছে।
বিখ্যাত মোবাইল প্রস্তুতকারী সংস্থা মোটোরোলার আসন্ন ফোন মোটো জি ৬ সিরিজের ছবি মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেল।