দেখুন, ইন্টারনেটে ঝড় তুলেছে মৌনী রায়ের এই ছবিগুলি
ইনস্টাগ্রামে জনপ্রিয়তম অভিনেত্রীদের অন্যতম মৌনী
‘নাগিন ২’ শেষ হওয়ার পর ছুটি কাটাতে গিয়েছিলেন মৌনী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি জানান, এই শো মিস করছেন
‘নাগিন ২’ সিরিয়াল শেষ হয়ে গিয়েছে। এ বছরের শেষদিকে এই সিরিয়ালের তৃতীয় মরসুম শুরু হবে বলে জানা গিয়েছে
অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে মৌনীকে
কিছুদিনের মধ্যেই বলিউডে পা রাখতে চলেছেন মৌনী
সম্প্রতি মুম্বইয়ে হয়ে গেল এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড ২০১৭। সেখানে সলমন খান, আলিয়া ভট্ট, শাহিদ কপূর, সুশান্ত সিংহ রাজপুতের মতো বলিউড তারকারা ছিলেন। তবে বোল্ড অবতারে সবার নজর কেড়ে নেন ‘নাগিন ২’ খ্যাত মৌনী
এই ছবির ক্যাপশনে মৌনী লিখেছেন, ‘গডটের অপেক্ষায় আছি’। এটা একটা খেলা, যেখানে দু জন চরিত্র গডট নামে একজনের অপেক্ষায় আছে। কিন্তু গডট আর আসে না
ইনস্টাগ্রামে এই হট ছবিটি পোস্ট করেছেন ছোটপর্দার অভিনেত্রী মৌনী রায়
ছোটপর্দার অভিনেত্রী হিসেবে মৌনী বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন