২০০১ এর সংসদ জঙ্গি হামলায় মৃত শহীদদের শ্রদ্ধা জানালেন মোদি, রাজনাথ, আডবাণী, সনিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Dec 2018 06:17 PM (IST)
1
ওই হামলায় ৫ জন জঙ্গি নিহত হয়। ৬ জন দিল্লি পুলিশ কর্মী, ২ জন সংসদের কর্মী ও একজন মালিও প্রাণ হারান। শ্রদ্ধা জানান ইউপিএ চেয়্যারপার্সেন সনিয়া গাঁধীও।
2
২০০১ সালের ১৩ই ডিসেম্বর লস্কর-ই-তৈবা ও জয়েশ-ই-মহম্মদ সংসদ ভবনে হামলা চালায়।
3
মৃত শহীদদের স্মরণে রাজনাথ সিংহ।
4
শ্রদ্ধা জানান বর্ষীয়াণ বিজেপি নেতা আডবাণী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ও বিজেপি সভাপতি অমিত শাহ।
5
আজ ২০০১ সালের সংসদ জঙ্গি হামলায় মৃত শহীদদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।