প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একদিনের ম্যাচে ২০০ ছক্কা ধোনির
এদিন ভারতীয় ইনিংসের শুরুটা অবশ্য ভাল হয়নি। দ্রুত ফিরে যান লোকেশ রাহুল (৫), বিরাট কোহলি (৮) ও শিখর ধবন (১১)। মাত্র ২৫ রানেই ৩ উইকেট পড়ে যায়
চতুর্থ উইকেট জুটিতে ২৫৬ রান যোগ করেন যুবরাজ ও ধোনি। তাঁদের এই জুটিই ভারতীয় ইনিংসকে নিরাপদ জায়গায় পৌঁছে দেয়
কটকের বরাবটি স্টেডিয়ামে একদিনের ম্যাচে ১০ নম্বর শতরান করার পাশাপাশি ছক্কার হিসেবে সচিনকে টপকে গেলেন ধোনি
ধোনির আগে ভারতের হয়ে একদিনের ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। তিনি ১৯৫টি ছক্কা মেরেছিলেন
এদিন ৬টি ছক্কা মেরে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একদিনের ম্যাচে ২০০টি ছক্কা মারার রেকর্ড গড়লেন ধোনি
এই ম্যাচেই ছক্কার নতুন নজির গড়লেন ধোনি
একদিনের আন্তর্জাতিক ম্যাচে যুবরাজ সিংহের ব্যক্তিগত সর্বোচ্চ রান (১৫০) এবং মহেন্দ্র সিংহ ধোনির (১৩৪) রাজকীয় ইনিংসের সুবাদে কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৮১ রান করেছে ভারত