দর্শকদের জন্য খোলা রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেন, এ বছরের বিশেষত্ব কী জানুন
জলের বোতল, ব্রিফকেস, হাতব্যাগ, ক্যামেরা, রেডিও, ছাতা, খাবার নিয়ে মুঘল গার্ডেনে ঢুকতে দেওয়া হচ্ছে না
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাধারণ দর্শকরা রাষ্ট্রপতি ভবনের ৩৫ নম্বর গেট দিয়ে মুঘল গার্ডেনে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন
স্পিরিচুয়াল গার্ডেনে পদ্মের একটি পুকুরও রয়েছে দর্শকদের জন্য
এ বছর মুঘল গার্ডেনে পুষ্প প্রদর্শনীতে হলুদ, লাল, কমলা ও সাদা রং প্রাধান্য পেয়েছে
টিউলিপ ছাড়াও মুঘল গার্ডেনে গোলাপ সহ আরও নানারকম ফুল আছে
এ বছর মুঘল গার্ডেনে উদ্যানোৎসবের বিশেষত্ব হল, আটটি ভিন্ন রঙের টিউলিপ ফুল। নেদারল্যান্ডস থেকে এনে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই ফুলগুলির চারা লাগানো হয়েছিল। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ফুলগুলি ফুটে যাবে বলে আশা করা হচ্ছে। প্রায় ১০ হাজার টিউলিপ ফুটবে বলে জানা গিয়েছে
মুঘল গার্ডেন ছাড়াও দর্শকরা স্পিরিচুয়াল গার্ডেন, হার্বাল গার্ডেন, বনসাই গার্ডেন ও মিউজিক্যাল গার্ডেন ঘুরে দেখতে পারবেন
মঙ্গলবার থেকে রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেন দর্শকদের জন্য খোলা হয়েছে। আগামী ৯ মার্চ পর্যন্ত রোজ সকাল সাড়ে ন’টা থেকে বিকেল চারটে পর্যন্ত এখানে ঢুকতে পারবেন দর্শকরা। সোমবারগুলি অবশ্য রক্ষণাবেক্ষণের জন্য এবং ২ মার্চ হোলির জন্য বন্ধ থাকবে এই বাগান
- - - - - - - - - Advertisement - - - - - - - - -