ছবিতে দেখুন, প্রবল বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, বিপর্যস্ত জনজীবন
আজ ভোরে প্রবল বৃষ্টির ফলে দৃশ্যমানতা কমে যাওয়ায় তিনটি গাড়ি একে অপরকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় আটজন জখম। ছবি সৌজন্যে এএনআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সারাদিন মুম্বইয়ে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ছবি সৌজন্যে এএনআই
রেল লাইনে জল জমে যাওয়ার ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।
বিভিন্ন জায়গায় রেল লাইনে জল জমে গিয়েছে। ছবি সৌজন্যে এএনআই
আজ সকালে বৃষ্টির ফলে স্কুল-কলেজ যাওয়ার পথে পড়ুয়ারা এবং অফিসযাত্রীরা সমস্যায় পড়েন। ছবি সৌজন্যে এএনআই
আবহাওয়া বিভাগের পূর্বাভাস সত্যি হলে ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি হবে মুম্বইয়ে। ফলে মানুষের সমস্যা বাড়বে। ছবি সৌজন্যে এএনআই
আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় মুম্বই শহর ও শহরতলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি সৌজন্যে এএনআই
বৃষ্টির মধ্যেই আজ বিকেল ৪.২৪ মিনিটে আরব সাগরে প্রবল জোয়ারের সতর্কতা জারি করা হয়েছে। ঢেউয়ের উচ্চতা হতে পারে ৩.৭৫ মিটার। ছবি সৌজন্যে এএনআই
রাস্তায় জল জমে যাওয়ার ফলে গাড়ির গতি অত্যন্ত শ্লথ। ছবি সৌজন্যে এএনআই
মুম্বইয়ের অন্যান্য অংশগুলিতেও জল জমে গিয়েছে।
দাদার, কুরলা, পালঘর ও ঠানেতে জল জমে গিয়েছে। ছবি সৌজন্যে এএনআই
বৃষ্টিতে রাস্তায় জল জমে যাওয়ায় গাড়ি ডুবে গিয়েছে।
গতকাল বিকেল থেকে মুম্বইয়ের বিভিন্ন অংশে বৃষ্টি হয়। আজও বৃষ্টির বিরাম নেই। তার ফলে সমস্যায় পড়েন অসংখ্য মানুষ। ছবি সৌজন্যে এএনআই
মুম্বইয়ে গতকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন অঞ্চল। ফলে জনজীবন বিপর্যস্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -