মুম্বই রেল স্টেশনে ডিউটি কে দিচ্ছেন জানেন? স্বয়ং যমরাজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Nov 2019 10:26 AM (IST)
1
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে প্রাণ বাঁচানোয় ব্যস্ত থাকা এই যমরাজের ছবি।
2
রেলযাত্রীদের তাঁকে দারুণ পছন্দ হয়েছে।
3
যাঁরা ঝুঁকি নিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন, টপ করে তাঁদের ধরে ফেলেন ইনি।
4
আদতে ইনি এক আরপিএফ জওয়ান। এঁকেই সাজিয়ে দেওয়া হয়েছে যমরাজ হিসেবে।
5
কড়া নিযম রয়েছে। ধরা পড়লেই জরিমানা। তবু কেউ কেউ তাড়াহুড়োর চোটে প্রাণ হাতে নিয়ে রেললাইনে নেমে যান। ট্রেনে কাটা পড়েন অনেকে। এই পরিস্থিতিতে অভিনব সচেতনতা অভিযান শুরু করেছে পশ্চিম রেলওয়ে। এই অভিযানে তারা সামিল করেছে স্বয়ং ‘যমরাজ’কে।