কেরলের একটি গ্রামে ৪০০ জন যমজ! দেখুন সেই বিস্ময়কর ছবি
নাইজেরিয়ার ইগবো ওরা শহরে অবশ্য যমজের সংখ্যা অনেক বেশি। এখানে প্রতি হাজারে ১৪৫ জন যমজ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু কোদিনহিতে প্রতি হাজারে ৪৫ জন যমজ
এশিয়ায় এই হিসেব প্রতি হাজারে চারেরও কম
নাজাবা ও নাজিবা নামে এই দুই বোনকে তাদের মা ছাড়া আর কেউ আলাদা করে চিনতে পারেন না। তাদের শুধু দেখতেই একরকম নয়, পছন্দ-অপছন্দও হুবহু এক। এমনকী, তাদের অসুখও হয় একইসঙ্গে
সারা বিশ্বে গড়ে প্রতি এক হাজার শিশুর মধ্যে মাত্র চার জন যমজ
কোদিনহি গ্রামের পঞ্চায়েত প্রধান মহম্মদ হাসান বলেছেন, গবেষকরা তাঁদের গ্রামের জল, মাটি, খাবারের নমুনা পরীক্ষার জন্য নিয়ে গিয়েছেন। কিন্তু এখনও কোনও ফল জানা যায়নি
কিন্তু এখনও এই বিরল ঘটনার আসল কারণ জানা যায়নি
এই গ্রামের জল, হাওয়া, মাটিতে বিশেষ কিছু আছে কি না সেটা নিয়েও গবেষণা চলছে
এখানে এত যমজের জন্ম কীভাবে হচ্ছে তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা
২০০৮-এ কোদিনহি গ্রামে ১৫ জোড়া বাচ্চার জন্ম হয়। এরপরেই বিজ্ঞানীদের নজর পড়ে এই গ্রামের উপর
যমজ বাচ্চাদের নিয়ে বেশিরভাগ লোকই ধন্দে পড়ে যান। যাকে খোঁজা হচ্ছে তাকে চেনা মুশকিল হয়ে যায়
দুলেন্দ্র ভৌমিকের ‘গৌর নিতাই’ গল্পে একইরকম দেখতে দুই ভাইকে নিয়ে নানা ঘটনা ঘটত বেলতলা গ্রামে। কিন্তু এখানে এত জন যমজ একসঙ্গে। গোলমাল লেগে থাকারই কথা
এক জায়গায় এত বেশি যমজ খুব কমই দেখা যায়। ফলে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছে কেরলের এই গ্রামটি
মল্লপুরমের কোদিনহি গ্রামে দেশের সবচেয়ে বেশি যমজ
রসনা ও রাফনা নামে এই দুই বোনও অসুস্থ হলে দু জনেই হয়
- - - - - - - - - Advertisement - - - - - - - - -