এই মুখ্যমন্ত্রীর চেয়ে বেশি সম্পত্তির মালিক দেড় বছরের নাতি
ওয়াইএসআর কংগ্রেস নাইডুর নামে বেনামি সম্পত্তি রাখার অভিযোগ করেছে। এজন্য লোকেশ ওয়াইএসআর কংগ্রেসের সমালোচনা করেছেন। লোকেশ বলেছেন, বেনামি সম্পত্তি থাকার অভিযোগ কেউ প্রমাণ করতে পারলে নিজের সম্পত্তি তিনি ওই ব্যক্তির নামে করে দেবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত বছরেই জন্ম হয়েছে লোকেশের সন্তান নারা দেবাংশর। লোকেশ ছেলের নামে থাকা সম্পত্তির পরিমাণও ঘোষণা করেছেন। তার নামে জুবিলি হিলসে ৯.১৭ কোটি টাকার একটি বাড়ি রয়েছে। এছাড়াও তার নামে রয়েছে ২.৪ কোটি টাকার ফিক্স ডিপোজিট। লোকেশ চান, বিরোধী বা ক্ষমতাসীন, উভয় পক্ষের নেতাদেরই সম্পত্তির ঘোষণা করা উচিত।
লোকেশের পত্নী ব্রাহ্মণীর সম্পত্তি ৫.৩৮ কোটি টাকা। এরমধ্যে জুবিলি হিলস এলাকায় সাড়ে তিন কোটি টাকার একটি বাড়ি রয়েছে। মণিকোণ্ডা তথা মাধাপুর এলাকায় তাঁর ১.৪০ কোটি টাকার জমি রয়েছে।
টিডিপির মহাসচিব লোকেশের কাছে রয়েছে ১৪.৫০ কোটি টাকার সম্পত্তি। ঋণ ৬.৩৫ কোটি টাকা। তিনি হেরিটেজ ফুডস কোম্পানিতে ২.৫১ কোটি টাকা এবং অন্যান্য কোম্পানিতে ১.৬৪ কোটি টাকা লগ্নি করেছেন।
নাইডুর পত্নী তথা হেরিটেজ ফুডস-এর ম্যানেজিং ডিরেক্টর ভুবনেশ্বরীর সম্পত্তির পরিমাণ ৩৮.৬৬ কোটি টাকা। তাঁর ঋণ ১৩ কোটি টাকা। কোম্পানিতে নাইডু-পত্নীর শেয়ার ১৯.৯৫ শতাংশ। অন্য কোম্পানিগুলিতে তাঁর লগ্নির পরিমাণ ৩.২৩ কোটি টাকা।
মুখ্যমন্ত্রী তথা তেলগু দেশম পার্টির প্রধানের রয়েছে ১.৫১ লক্ষ টাকার একটি অ্যাম্বাসেডর। ব্যাঙ্কের কাছে তাঁর ঋণের পরিমাণ ৩.০৬ কোটি টাকা। এসব বাদ দিলে তাঁর মোট সম্পত্তি ৬৭ লক্ষ টাকা হয়ে যায়। ১২ বছর আগে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৪২ লক্ষ টাকা।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ও তাঁর পরিবারের সদস্যদের মোট সম্পত্তির পরিমাণ ৭৪ কোটি টাকা। মুখ্যমন্ত্রীর ছেলে নারা লোকেশ গত বুধবার এই নিয়ে পর পর ছয় বছর তাঁদের পরিবারের সম্পত্তির পরিমাণ ঘোষণা করলেন।নাইডুর ৩.৭৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে। এরমধ্যে রয়েছে হায়দরাবাদের অভিজাত জুবিলি হিলসের ৩.৬৮ কোটি টাকা দামের একটি বাড়ি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -