ছবিতে: জোর হাতে নমস্কারের পথে গোটা বিশ্ব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Apr 2020 04:39 PM (IST)
1
একাধিক বৈঠক, অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট, আইরিশ প্রধানমন্ত্রী, ইজরায়েলের প্রধানমন্ত্রী, ফরাসি প্রেসিডেন্ট ও ব্রিটেনের রাজপুত্র চার্লসকে নমস্কারে অভিবাদন করতে দেখা গিয়েছে।
2
সাক্ষাতে একে অপরকে আলিঙ্গন, চুমু কিংবা করমর্দন। এসব এখন ‘অতীত’। ব্রিটেনের রাজ পরিবার থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, একে অপরকে অভিবাদনের জন্য শ্রেষ্ঠ উপায় এখন নমস্কার।
3
সামাজিক দূরত্ব বজায় রাখতেই বিশ্বনেতারা এখন মজেছেন ভারতীয় সংস্কৃতিতে।
4
মহামারী করোনার থাবায় এখন ত্রস্ত গোটা বিশ্ব। চিন তো বটেই আমেরিকা, স্পেন, ইতালি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সহ আরও শতাধিক দেশে এই ভাইরাস লক্ষাধিক মানুষের প্রাণ কেড়েছে। এই ভাইরাস থেকে বাঁচতে ভারত সহ একাধিক রাষ্ট্র লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে প্রশাসনের তরফে জোর দেওয়া হয়েছে সামাজিক দূরত্বকেও।