ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন নার্গিস ফকরি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Jan 2017 03:25 PM (IST)
1
ইনস্টাগ্রামে নার্গিস নিয়মিত পোস্ট করেন ছবি। (সব ছবি: ইনস্টাগ্রাম)
2
অল্পদিন আগে আমেরিকায় এক মডেল হান্ট রিয়্যালিটি শোয়ে তাঁর পুরনো ছবি ভাইরাল হয়ে গেছে।
3
‘হাউসফুল থ্রি’ ও ‘ব্যাঞ্জো’-র মত ছবিতে দেখা গেছে তাঁকে।
4
তারপর থেকে কেরিয়ার তেমন ডালপালা মেলেনি নার্গিস ফকরির।
5
সিনেমায় তাঁর কেরিয়ার শুরু হয় রণবীর কপূরের বিপরীতে, ‘রকস্টার’ দিয়ে।