শহিদ দিবসে ভগৎ সিংহ, রাজগুরু ও সুখদেবের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছে সারা দেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Mar 2018 06:00 PM (IST)
1
লালা লাজপত রাই সহ বিপ্লবীদের উপর লাঠিচার্জের নির্দেশ দেওয়া পুলিশ সুপার জেমস স্কটকে মারতে গিয়ে ভুল করে জন স্যান্ডার্স নামে অন্য এক পুলিশ আধিকারিককে গুলি করেন ভগৎ সিংহরা। সেই মামলাতেই তাঁদের ফাঁসি হয়
2
১৯৩১ সালে আজকের দিনেই তিন বিপ্লবী ভগৎ সিংহ, রাজগুরু ও সুখদেবকে ফাঁসি দেয় ব্রিটিশ সরকার
3
রাশিয়ায় ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলেশেভিকদের অক্টোবর বিপ্লবে অনুপ্রাণিত হয়ে অল্প বয়স থেকেই সমাজতন্ত্র ও সমাজতান্ত্রিক আন্দোলন বিষয়ক বই পড়তে শুরু করেন ভগৎ সিংহ
4
আজ সারা দেশে পালিত হচ্ছে শহিদ দিবস
5
আজ সারা দেশ এই তিন মহান শহিদকে শ্রদ্ধা জানাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ট্যুইট করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন