৬০ বছরেও আধুনিক নায়িকাদের পাল্লা দিচ্ছেন নীনা গুপ্তা! দেখে নিন কিছু ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Apr 2020 02:50 PM (IST)
1
তাঁর স্টাইল স্টেটমেন্টও একেবারে আধুনিক নায়িকাদের মতো
2
২০১৭ সালে বিস্ফোরক মন্তব্য করেন নীনা যে তার কাছে কাজ নেই।
3
তাঁদের এক মেয়েও আছে, নাম মাসাবা
4
সোশ্যাম মিডিয়ায় হামেশাই নিজের ছবি শেয়ার করেন নীনা
5
নিজের ব্যাক্তিগত জীবন নিয়েও চিরকালই ভীষণ খোলামেলা নীনা গুপ্তা।
6
বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে নীনার প্রেমের সম্পর্ক ছিল
7
৬০ বছরেও অনায়াসে তিনি পাল্লা দিতে পারেন বর্তমান নায়িকাদের সঙ্গে
8
তিনি একথাও একবার বলেছিলেন যে বিবাহিত নায়িকাদের ভক্তরা পছন্দ করে না।
9
বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্রে অংশগ্রহণ করেছেন।
10
দর্শকদের মনে চিরকালই আলাদাভাবে জায়গা করে নিয়েছেন বলি অভিনেত্রী ও পরিচালক নীনা গুপ্তা