গ্রিসে ছুটি কাটানোর ছবি পোস্ট করলেন নেহা ভাসিন, লিখলেন, শরীরকে পুজো করতে হয়
নেহা হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, পঞ্জাবী, মরাঠী ছবিতেও গেয়েছেন। সব ছবি নেহার ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনেহার প্রসঙ্গ উঠলেই চলে আসে সলমন খানের সুলতান ছবির কথা। সেই ছবিতে জগ ঘুমিয়ে তেরে জ্যায়সে না কোই, গানটি গেয়েছেন নেহা। খুব জনপ্রিয় হয় গানটি।
লাইকের পর লাইক পরে, প্রচুর শেয়ার হয় তাঁর ছবি।
বরাবরই ভক্তদের মধ্যে নেহা জনপ্রিয় তাঁর আকর্ষণীয় সুন্দর ছবির জন্য।
অতীতেও নিজের ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
গ্রিসে ছুটি কাটাতে গিয়েছেন নেহা।
ক্যাপশন লিখেছেন, স্বাস্থ্যই সম্পদ। শরীর মানুষের সম্পদ, একটা মন্দির। শরীর আপনার আত্মাকে ধারণ করে। শরীরকে পুজো করতে হয়।
নেহা সমুদ্র তীরে বিকিনি পরে তোলা বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
নেহা ভাসিন। বলিউডের এই নামী গায়িকা ফের শিরোনামে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -