দেখতে হুবহু ক্যাটরিনার মত, বলিউডে আসছেন এই অভিনেত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jun 2018 07:11 AM (IST)
1
2
3
১৫ অগাস্ট মুক্তি পাবে ছবিটি।
4
তাঁর প্রথম ছবি সত্যমেব জয়তে-তে রয়েছেন মনোজ বাজপেয়ী ও জন আব্রাহামের মত তারকা।
5
এখন দিনের বেশিরভাগ সময়টাই তিনি কাটান জিমে।
6
কখনও কখনও তাঁকে লাগে ওম শান্তি ওম-এর অভিনেত্রী যুবিকা চৌধুরীর মত।
7
8
আইশা ও ক্যাটরিনার হেয়ার স্টাইল ও সাইড লুক অনেকটাই মেলে।
9
বলিউডে এটাই তাঁর প্রথম ছবি।
10
মিলাপ জাভেরির ছবি সত্যমেব জয়তে-র পোস্টারে আইশা।
11
বলিউড নায়িকা নেহা শর্মার বোন আইশা।
12
আগে বলা হত জারিন খানকে দেখতে ক্যাটের মত। এখন সে কথা বলা হচ্ছে আইশা শর্মাকে নিয়ে।
13
বলিউডে বেশ কয়েকজন তারকা আছেন, যাঁদের চেহারা একে অপরের সঙ্গে মেলে। এবার এলেন ক্যাটরিনা কাইফের আরও এক লুক অ্যালাইক।