গাওস্করের রেকর্ড ভাঙলেন কুক
তালিকায় চতুর্থ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন (১০৩ ম্যাচে ১৮৪ ইনিংসে ৮৬২৫ রান)। পঞ্চম বীরেন্দ্র সহবাগ। তিনি ৯৯ ম্যাচে ১৭০ ইনিংসে ৮২০৭ রান করেছেন।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। তিনি ১১৪ ম্যাচে ১৯৬ ইনিংসে ৯০৩০ রান করেছেন।
কুক এখনও পর্যন্ত ওপেনার হিসেবে ১২৩ টি ম্যাচে ২১৯ ইনিংসে ৪৬.৬৮ গড়ে ৯৬১৭ রান করেছেন। গাওস্কর ওপেনার হিসেবে ১১৯ ম্যাচে ২০৩ ইনিংসে ৫০.২৯ গড়ে ৯৬০৭ রান করেছেন।
সম্প্রতি ইংল্যান্ডের হয়ে টেস্টে ১০ হাজার রান সংগ্রহকারী কুক গাওস্করের ওপেনার হিসেবে সর্বোচ্চ ৯৬০৭ রেকর্ড ভাঙলেন।
লর্ডস টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ৮১ রানের ইনিংস খেলে ভারতের প্রাক্তন কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাওস্করকে টপকে গেলেন কুক। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওপেনার হিসেবে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড এখন কুকের দখলে।
ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক আরও একটি রেকর্ড করলেন।