মারুতির ভিতারা ব্রেজা এল একেবারে নতুন চেহারায়, দেখে নিন ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Feb 2020 04:22 PM (IST)
1
গাড়ির ভিতরের চেহারা অনেকটা এক থাকলেও, রাখা হয়েছে স্মার্টপ্লে সিস্টেম। যা গাড়িটির চাহিদা অনেক বাড়াতে পারে।
2
গাড়িটির পিছনে ব্যবহার করা হয়েছে এলইডি লাইট।
3
গাড়িটির আউটলুকে এসেছে আকর্ষণীয় পরিবর্তন।
4
এবার ব্রেজা এল এক্কেবারে ঝাঁ চকচকে নতুন চাহারায়। নতুন গাড়িটির লুক অনেকটাই আন্তর্জাতিক ভিতারা এসইউভির মডেলের মতো। নতুন ব্রেজা গাড়ির এয়ারডাম আরও চওড়া।
5
ভিতারা ব্রেজা মারুতির একটি জনপ্রিয় মডেল। কিন্তু বাজারে প্রতিযোগিতার সঙ্গে টিকে থাকতে পেট্রোল ইঞ্জিনের সঙ্গে নতুন মডেল আনল তারা। সঙ্গে মডেলটিতে এসেছে অনেক নতুন প্রযুক্তি।ভিতারা ব্রেজা মারুতির একটি জনপ্রিয় মডেল। কিন্তু বাজারে প্রতিযোগিতার সঙ্গে টিকে থাকতে পেট্রোল ইঞ্জিনের সঙ্গে নতুন মডেল আনল তারা। সঙ্গে মডেলটিতে এসেছে অনেক নতুন প্রযুক্তি।