পুরুষদের যৌনতার আনন্দে ব্যাঘাত না ঘটিয়েই মহিলাদের যন্ত্রণা কমাতে বাজারে এল ‘ওহনাট’
‘ওহনাট’-এর বিষয়ে অবশ্য এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখনও পর্যন্ত ৬০ জনেরও বেশি পুরুষ ও মহিলা ‘ওহনাট’ ব্যবহার করেছেন বলে জানিয়েছেন এমিলি। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
২০১২ সালের একটি সমীক্ষা অনুযায়ী, মাত্র ৪০ শতাংশ চিকিৎসক যৌন সমস্যার বিষয়ে রোগীদের প্রশ্ন করেন। মাত্র ২৯ শতাংশ চিকিৎসক যৌন তৃপ্তির বিষয়ে আলোচনা করেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
এমিলির মতে, বেশিরভাগ মহিলাই সঙ্গী ও চিকিৎসককে তাঁদের সমস্যার বিষয়টি বোঝাতে পারেন না। এর ফলে সমস্যা হয়। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
এমিলি নিজেও ‘ওহনাট’ ব্যবহার করে আনন্দ পেয়েছেন বলে জানিয়েছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
এমিলি আরও জানিয়েছেন, ‘ওহনাট’ ব্যবহার করলে যৌন মিলনের সময় পুরুষ ও মহিলারা একইরকম শিহরণ অনুভব করবেন। বরং আগের তুলনায় তাঁরা বেশি আনন্দ উপভোগ করতে পারেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
এই বিশেষ ধরনের রবারের আকার আংটির মতো। এটি রবারের তৈরি। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
‘ওহনাট’ নামে এই বিশেষ ডোনাট তৈরি করেছেন এমিলি স্যয়ের নামে এক মহিলা। তিনি জানিয়েছেন, নিজে দীর্ঘদিন ধরে যৌনতার সময় যন্ত্রণা সহ্য করেছেন। একই যন্ত্রণা সহ্য করেছেন লক্ষ লক্ষ মহিলা। সবার কথা ভেবেই তৈরি হয়েছে ‘ওহনাট’। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
বিভিন্ন কারণে মহিলাদের কাছে যৌনতা যন্ত্রণাদায়ক হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশ মহিলাই জানিয়েছেন, কোনও না কোনও সময় যৌনতার ফলে তাঁরা আঘাত পেয়েছেন। এই যন্ত্রণা থেকে তাঁদের রেহাই দেওয়ার জন্য বাজারে এল এক বিশেষ ধরনের ডোনাট। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -