নিউজিল্যান্ডে সমুদ্রে তীব্র ঢেউয়ে তীরে উঠে এল ঝাঁকে ঝাঁকে তিমি, মারা গেল ৩০০-রও বেশি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Feb 2017 12:50 PM (IST)
1
নিউজিল্যান্ডের ইতিহাসে এই প্রথম এতগুলি তিমি একসঙ্গে উঠে এল সমুদ্র তীরে। আর একসঙ্গে এতগুলি তিমির মৃত্যুর ঘটনাও এর আগে ঘটেনি।
2
ঝাঁকে ঝাঁকে তিমি উঠে আসার খবর শুনে এলাকায় ভিড় জমে যায়
3
তীরে উঠে আসা তিমিগুলিকে বাঁচানোর জন্য কম্বল দিয়ে ঢাকার চেষ্টা করা হয়, যাতে তাদের দেহের তাপমাত্রা স্থিতিশীল থাকে।
4
এই ছবি নিউজিল্যান্ডের একটি সমুদ্র তীরের। তীব্র ঢেউয়ে তীরে চলে আসে প্রায় ৪০০ টি তিমি। তীরে তিমিগুলিকে দেখে স্থানীয়রা তাদের সাহায্যার্থে মানব-শৃঙ্খল তৈরি করেন। কিন্তু তাঁরা মাত্র ১০০ টি তিমিকেই বাঁচাতে পেরেছেন।