নিক জোনাসের জন্মদিনের উৎসবে প্রিয়ঙ্কা চোপড়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Sep 2018 01:50 PM (IST)
1
নিকের জন্মদিনের পার্টি।
2
প্রিয়ঙ্কা পোস্ট করেছেন এই স্ট্যাটাস।
3
4
5
কিছুদিন আগে প্রিয়ঙ্কা ৩৬-এ পড়েছেন। সেদিনই নিক আংটি পরান তাঁকে।
6
7
টি শার্টে লেখা নমস্তে। ভারতের জামাই হয়ে ওঠার চেষ্টার কসুর করছেন না মার্কিন গায়ক।
8
9
নিকের মুখ আগে ছিল পরিষ্কার কামানো। কিন্তু এখন দেখা যাচ্ছে, গোঁফ রেখেছেন তিনি। স্বাস্থ্যও আগের থেকে অনেক ভাল হয়েছে। সম্ভবত ১০ বছরের বড় প্রেমিকার পাশে মানানসই হয়ে ওঠার চেষ্টা করছেন তিনি।
10
11
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের সাম্প্রতিকতম কিছু ছবি।
12
আজ ২৬ বছরে পা দিলেন প্রিয়ঙ্কা চোপড়ার হবু স্বামী নিক জোনাস।