নিক জোনাস কোটি টাকা দামের গাড়ি উপহার দিলেন স্ত্রী প্রিয়ঙ্কাকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Mar 2019 09:46 AM (IST)
1
সব ছবি: সোশ্যাল মিডিয়া
2
রয়েছেন কেভিন, তাঁর স্ত্রী ড্যানিয়েল, জো ও তাঁর ভাবী পত্নী এবং গেম অফ থ্রোনস-এর অভিনেত্রী সোফি টার্নার।
3
এ মাসের শুরুতে মুক্তি পায় সকার। এতে নিকের সঙ্গে দেখা যাচ্ছে প্রিয়ঙ্কাকেও।
4
বিলবোর্ড ডট কম বলছে, এর আগে ২০০৮-এ তিন জোনাস ভাই নিক, কেভিন ও জো-র গান বার্নিং অ্যাপ পঞ্চম স্থানে পৌঁছয়।
5
নিকের অ্যালবাম আমেরিকান বিলবোর্ডের শীর্ষে পৌঁছে গিয়েছে।
6
এর দাম শুরুই হয় ২.২৫ কোটি টাকা থেকে!
7
ঝকঝকে কালো এই মেব্যাক গাড়ির দাম শুনলে চমকে উঠবেন।
8
সাম্প্রতিক পপ গানের অ্যালবাম সকার দারুণ হিট। আনন্দে নিক জোনাস স্ত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে উপহার দিলেন কয়েক কোটি টাকা দামের এই গাড়ি।