বিদেশ নয়, এই সব জায়গা রয়েছে আমাদের দেশেই!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Nov 2016 12:28 PM (IST)
1
নৈনিতালের কথা কে না জানে। এখানকার পাহাড়ে ঘেরা হ্রদগুলিতে নৌকা ভ্রমণ করে দেখেছেন কখনও?
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
লাদাখের রাস্তায় সফর। সারা জীবনের অভিজ্ঞতা।
3
গুজরাতের কচ্ছের রণ। ধবধবে সাদা লবণ দেশের বাসিন্দা হরিণরা।
4
কেরলের মুন্নার। এমন সবুজ দেখেছেন কোথাও?
5
মহারাষ্ট্রের তারকার্লি সমুদ্রতট। অসামান্য এই তট আপনাকে নতুন করে ভালবাসতে বাধ্য করবে আরব সাগরকে।
6
নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না এই সব জায়গার সৌন্দর্য। ইউরোপের কোনও অপরূপ দেশের থেকে কোনও অংশে কম নয় আমাদের দেশের কিছু অংশ। চলুন, নতুনভাবে দেখে নিই নিজেদেরই দেশকে।
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -