বিদেশ নয়, এই সব জায়গা রয়েছে আমাদের দেশেই!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Nov 2016 12:28 PM (IST)
1
নৈনিতালের কথা কে না জানে। এখানকার পাহাড়ে ঘেরা হ্রদগুলিতে নৌকা ভ্রমণ করে দেখেছেন কখনও?
2
লাদাখের রাস্তায় সফর। সারা জীবনের অভিজ্ঞতা।
3
গুজরাতের কচ্ছের রণ। ধবধবে সাদা লবণ দেশের বাসিন্দা হরিণরা।
4
কেরলের মুন্নার। এমন সবুজ দেখেছেন কোথাও?
5
মহারাষ্ট্রের তারকার্লি সমুদ্রতট। অসামান্য এই তট আপনাকে নতুন করে ভালবাসতে বাধ্য করবে আরব সাগরকে।
6
নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না এই সব জায়গার সৌন্দর্য। ইউরোপের কোনও অপরূপ দেশের থেকে কোনও অংশে কম নয় আমাদের দেশের কিছু অংশ। চলুন, নতুনভাবে দেখে নিই নিজেদেরই দেশকে।