আলিয়া ভট্ট নন, এবার ডাহা ফেল খোদ কর্ণ জোহর। পারলেন না টুইঙ্কলের প্রশ্নের উত্তর দিতে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটুইঙ্কলের মা ডিম্পল কাপাডিয়া, ছেলে আরভ ও অভিনেত্রী সোনালি বেন্দ্রেও ছিলেন অনুষ্ঠানে। (সব ছবি-সোলারিস)
কোনওক্রমে জবাব এড়ান কর্ণ।
কিন্তু টুইটারে মিসেস ফানিবোনস বলে বিখ্যাত টুইঙ্কল কর্ণকেই প্রশ্ন করেন, “বল তো, এমএনএস-এর পুরো নাম কী। শুধু ওটুকু বললেই চলবে”।
গতবার ‘কফি উইথ কর্ণ’-এ এসে মারাত্মক ভুলভাল সব উত্তর করেন আলিয়া। সে ব্যাপারে তাঁকে মনেও করিয়ে দেন কর্ণ।
স্বামী হিসেবে কেমন অক্ষয়? টুইঙ্কল বলেন, তাঁর ‘সবথেকে বড় চিয়ারলিডার’।
অনুষ্ঠানে ছিলেন রণবীর কপূর, আলিয়া ভট্ট ও শাবানা আজমি।
অভিনেত্রী থেকে ডিজাইনার থেকে লেখক। অনেকটা পথ পেরিয়ে এসেছেন টুইঙ্কল। কর্ণ আলিয়াকে জব্দ করার চেষ্টা করতে তাঁকেই প্রশ্ন করে বসেন অক্ষয়কুমার ঘরণী।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কর্ণ জোহর। ছিলেন অন্যান্য বলিউড সেলিব্রিটিরাও।
টুইঙ্কল খান্না প্রকাশ করলেন তাঁর নতুন বই ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ’।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -