শুধু অর্জুন রামপাল নন, বিয়ের আগে সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেতা-অভিনেত্রীরাও
এখনও বিয়ে করেননি ঊর্বশী। (সব ছবি: ইন্সটাগ্রাম)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধু বড় পর্দার নন, ছোট পর্দার অভিনেত্রীরাও এমন পদক্ষেপ করেছেন। ঊর্বশী ঢোলাকিয়া যেমন। তাঁর দুই ছেলে, দুজনেই তাঁর অবিবাহিত জীবনের সন্তান।
নীনার সম্পর্ক ছিল ওয়েস্ট ই্ডিজের প্রাক্তন ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে। তাঁদের মেয়ের নাম মাসাবা। তবে ভিভ-নীনা বিয়ে করেননি।
বিয়ের আগে মা হয়েছিলেন নীনা গুপ্তও। তা নিয়ে হইচই পড়ে যায় আশির দশকের বলিউডে। নীনা এখন অবশ্য বিবাহিত, ২০০৮ সালে বিয়ে করেছেন তিনি। এই বিয়ে থেকে তাঁর কোও সন্তান নেই।
হিন্দি ও দক্ষিণী ছবিতে অভিনয় করা ব্রিটিশ অভিনেত্রী অ্যামি জ্যাকসনও মা হতে চলেছেন। আসন্ন সন্তানের পিতা তাঁর বয়ফ্রেন্ড।
অর্জুন অবশ্য একা নন, এর আগেও বেশ কয়েকজন বলি তারকা বিয়ের আগেই সন্তানের জন্ম দিয়েছেন। দেখে নিন তাঁদের ছবি।
অর্জুন রামপাল জানিয়েছেন, ফের বাবা হচ্ছেন তিনি। মেহের জেসিয়ার সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে, অর্জুনের সন্তানের মা হতে চলেছেন তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -