এই দেশে গেলেই প্রেমিকা হয়ে যান বোন, অতএব খুব সাবধান
সব ছবি: গেটি ইমেজ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রেমিকা আচমকা জোর জবরদস্তিতে বোন হয়ে গেলে কারই বা ভাল লাগে! তাই ভ্যালেন্টাইনস ডে আচমকা এভাবে সিস্টার্স ডে হয়ে যাওয়ায় ছাত্রছাত্রীরা খুশি নন মোটেই। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনড়।
তাঁর দুঃখ, ছেলেমেয়েরা নিজস্ব সংস্কৃতি ভুলে পশ্চিমী সংস্কৃতিতে বেশি আগ্রহ দেখাচ্ছে। সিস্টার্স ডে পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের নাম ছাপা স্কার্ফ, শাল ও গাউন ছেলেমেয়েদের মধ্যে বিতরণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভাইস চ্যান্সেলর লিখেছেন, তাঁদের সংস্কৃতিতে মহিলারা বেশি ক্ষমতাশালী, মা, বোন, কন্যা ও পত্নী রূপে সম্মান পান বেশি।
তাদের ধারণা, এর ফলে দেশে পশ্চিমী প্রভাব কমবে। ছেলেপুলেরা ইসলামীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট হবে বেশি।
এ দেশ দূরে নয়, বরং ঘরের পাশেই পাকিস্তান। এখানকার ফৈজাবাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি সিদ্ধান্ত নিয়েছে, ভ্যালেন্টাইনস ডে তারা পালন করবে সিস্টার্স ডে হিসেবে।
এই দেশ বিশ্বাস করে, ভ্যালেন্টাইনস ডে বিদেশি সংস্কৃতির অংশ, তাই তা পালন করা এক্কেবারে মানা।
ভ্যালেন্টাইনস ডে ওরফে প্রেম দিবস নিয়ে ভারত সহ গোটা বিশ্বে হইচইয়ের অন্ত নেই। কিন্তু এমন দেশও আছে জানেন, যেখানে ভ্যালেন্টাইনস ডে-কে পালন করা হয় ভগিনী দিবস হিসেবে অর্থাৎ কিনা সিস্টার্স ডে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -