সচিন, সৌরভের থেকে অনেক বেশি স্টাইলিশ আজকের বিরাট, শিখররা! দেখুন সেই বদলে যাওয়ার ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Sep 2017 12:30 PM (IST)
1
সুরেশ রায়না।
2
কে এল রাহুল।
3
শিখর ধবনের ট্যাটু, হেয়ারস্টাইল সবই আছে। তার থেকেও বেশি আছে তাঁর গোঁফ- যে জন্য নাম গব্বর।
4
ক্যাপ্টেন বিরাট কোহলির গা বোঝাই ট্যাটু। নিত্যনতুন হেয়ারস্টাইল। তিনি নিজেই সাক্ষাৎ স্টাইল স্টেটমেন্ট।
5
6
হার্দিক পাণ্ড্যর হেয়ারস্টাইল।
7
আজকের ক্রিকেটারদের দেখুন। বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্য, শিখর ধবন- এ বলে, আমাকে দেখ, ও বলে, আমাকে দেখ।
8
সচিন, সৌরভ, রাহুল, অনিলরা এ সব স্টাইলের ধার ধারতেন না। তবু তাঁদের ভক্তসংখ্যা ছিল কোটি কোটি।
9
10
ক্রিকেটকে বলা হত ভদ্রলোকের খেলা। সাদা ধবধবে জামাপ্যান্ট পরা, চুল টুল আঁচড়ানো নিপাট ব্রিটিশ ভদ্রলোকেরা গোটা দিন ধরে সে খেলা খেলতেন। কিন্তু ক্রিকেটের সেই নিপাট ভদ্রতার দিন গিয়েছে। খেলোয়াড়দের গা ভর্তি ট্যাটু, চুলের কেত দেখলে চমকে উঠতে হয়।