২৫০ টাকায় বিএমডব্লু চড়বেন !
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Oct 2016 05:23 PM (IST)
1
ওলা মানি-র মাধ্যমেও করা যাবে পেমেন্ট।
2
বিএমডব্লুর বিভিন্ন ফিচার্স, টেকনোলজি, সেফটি সিস্টেমের ব্যাপারে চালকদের বিশেষভাবে প্রশিক্ষণ দেবেন বিএমডব্লুর কর্মীরা।
3
কম খরচে এবার বিএমডব্লু চড়ার অফার ওলার।
4
প্রথমে দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরুতে শুরু হবে এই পরিষেবা। পরে অন্যত্র তা চালু করা হবে।
5
ঘণ্টার হিসেবেও বুক করা যাবে গাড়ি।
6
মাত্র ২৫০ টাকা এবং ২০-২২ টাকা প্রতি কিলোমিটারে বিএমডব্লু রাইডস্-এর সুযোগ দিচ্ছে ওলা।