৬৯-তম প্রজাতন্ত্র দিবসে বাইক স্টান্টে চমক দিল বিএসএফ-এর মহিলা বিভাগ সীমা ভবানী দল
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আকাশপথেরও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়
নিরাপত্তার কারণে প্রচুর সিসিসিটি ক্যামেরাও লাগানো হয়
প্রতিটি উঁচু ভবনের উপর নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়
আজ প্যারেড উপলক্ষে দিল্লির রাজপথ থেকে লালকেল্লা পর্যন্ত আট কিলোমিটার রাস্তা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়
লাদাখে মোতায়েন সীমা ভবানী দলের সদস্যরা ভারতীয় সেনার শক্তি ও সংস্কৃতি প্রদর্শন করলেন
এই স্টান্টে যোগ দেন ১০৬ জন মহিলা। ৩৫০ সিসি-র ২৬টি রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে তাঁরা একের পর এক অবিশ্বাস্য স্টান্ট দেখিয়ে সবাইকে চমকে দিলেন
এবার বিএসএফ-এর বাইক স্টান্ট দেখানোর পালা ছিল। সীমা ভবানী দল সেই দায়িত্ব নেয়
বিএসএফ ও সেনাবাহিনীর জওয়ানরা পালা করে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাইকের স্টান্ট দেখান
এবারই প্রথম বিএসএফ-এর মহিলা বিভাগ সীমা ভবানী দল বাইকের অবিশ্বাস্য স্টান্ট দেখাল
আজ প্যারেডে ছিল ২৩টি ট্যাবলো। এগুলির মাধ্যমে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়
আজ বীর সেনা জওয়ানদের সম্মান জানানো হয়। সেনাবাহিনীর বিভিন্ন বিভাগ শক্তি প্রদর্শনও করে
এবারই প্রথম দিল্লির রাজপথের অনুষ্ঠানে হাজির ছিলেন আসিয়ান গোষ্ঠীভূক্ত ১০টি দেশের রাষ্ট্রপ্রধান
আজ দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে ৬৯-তম প্রজাতন্ত্র দিবস। দিল্লির রাজপথে প্রতিবারের মতো এবারও প্যারেড হয়
- - - - - - - - - Advertisement - - - - - - - - -