রাহুল গাঁধীর সঙ্গে এক বাসে সওয়ারি বিভিন্ন বিজেপি-বিরোধী দলের নেতৃবৃন্দ
উল্লেখ্য, গতকালই লোকসভা ভোটে বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গাঁধীর নাম প্রস্তাব করেছিলেন ডিএমকে নেতা স্ট্যালিন। চেন্নাইতে প্রয়াত ডিএমকে নেতা এম করুণানিধির মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে স্ট্যালিন বলেন,‘২০১৮ তে কলাইনারের পুত্র হিসেবে আমি রাহুল গাঁধীর নাম প্রস্তাব করছি। আমরা দিল্লিতে নতুন প্রধানমন্ত্রী আনব। গড়ব নতুন ভারত।’ ডিএমকে-র সদর দফতরে মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানেও ছিলেন একঝাঁক বিরোধী নেতা। ছিলেন চন্দ্রবাবু নাইডু, কেরলের বাম সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকংগ্রেসি মুখ্যমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব এবং মায়াবতী।তবে মমতা নিজস্ব প্রতিনিধি পাঠিয়েছিলেন।
এভাবে একটি বাসে এতজন বিরোধী নেতার সওয়ার হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বাসে সবার আগে মনমোহনের সঙ্গে বসেছিলেন রাহুল গাঁধী। পাশের আসনেই ছিলেন শরদ পাওয়ার ও শরদ যাদব। রাহুল ও মনমোহনের পিছনে ছিলেন স্ট্যালিন।
রাহুল গাঁধীর সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে, ডিএমকে নেতা এম কে স্ট্যালিন, এনসিপি নেতা শরদ পাওয়ার, জেডিএস নেতা এইচডি দেবগৌড়ার মতো নেতৃবৃন্দ শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন। বিরোধী দলগুলিকে একমঞ্চে নিয়ে আসার প্রচেষ্টায় সামিল টিডিপি নেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও উপস্থিত ছিলেন। ছিলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিংহ সিধু।অনুষ্ঠানস্থলে বাসে করে আসেন এই নেতারা। একই বাসে তাঁরা চড়েছিলেন।
হিন্দি বলয়ের তিন রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে আজ শপথ গ্রহণ করলেন কংগ্রেসের তিন মুখ্যমন্ত্রী। রাজস্থানে মুখ্যমন্ত্রী পদে অশোক গহলৌত ও উপমুখ্যমন্ত্রী পদে সচিন পায়লট শপথ গ্রহণ করলেন। দুপুরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কমলনাথ। পরে ছত্তিসগঢ়ের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভূপেশ বাঘেল। সেই উপলক্ষে দলের প্রাক্তন নেতা-মন্ত্রীরা তো হাজির ছিলেন। সেই সঙ্গে রয়েছেন অন্যান্য দলের প্রধানরাও। বিশেষ করে তিন কংগ্রেসি মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দিন বিজেপি-বিরোধী দলগুলির শক্তিপ্রদর্শনের মহড়া হয়ে থাকল। প্রথমে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী সহ বিরোধী শিবিরের অনেক নেতা রাজস্থান শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকলেন। পরে তাঁরা মধ্যপ্রদেশের শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌঁছলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -