জানেন কোন অভিনেত্রীর পরামর্শে পদ্মাবতে মেহরুনিসার চরিত্রে অদিতিকে নেওয়া হয়?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Feb 2018 10:06 AM (IST)
1
এক সাক্ষাতকারে অদিতির কাছে জানতে চাওয়া হয়, তিনি কি জানেন, কেন জয়া তাঁর নাম সুপারিশ করেছেন? এর জবাবে অদিতি বলেন, তিনি কোনও এক সংবাদপত্রে পড়েছেন, অদিতির চোখ দেখে অভিভূত ছিলেন প্রবীণ অভিনেত্রী। তাই তাঁর নাম সুপারিশ করেন
2
এই চরিত্র পাওয়ার পর হায়দারির প্রতিক্রিয়া যে সমস্ত অভিনেতাদের আমি সম্মান করি, পছন্দ করি, তাঁরা যদি কেউ আমার নাম সাজেস্ট করেন, তাহলে সেটা নিঃসন্দেহে খুবই ভাল লাগে
3
জয়া বচ্চন অদিতির নাম বলার জন্যে, কিংবদন্তী অভিনেত্রীকে কৃতজ্ঞতাও জানিয়েছেন পদ্মাবতের মেহরুনিসা
4
আলাউদ্দীন খিলজির বেগমের চরিত্রে অভিনয় করেছেন অদিতি
5
সূত্রের খবর, জয়া বচ্চনের পরামর্শে অদিতিকে মেহরুনিসার চরিত্রে অভিনয়ের জন্যে নেন পরিচালক
6
বনশালির পদ্মাবত ছবিতে মেহরুনিসার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী অদিতি রাও হায়দারিকে।