পরিবার পরিত্যাগ করল শতাধিক ছবিতে অভিনয় করা এই অভিনেত্রীকে
১০০-র বেশি বলিউড ছবিতে কাজ করেছেন গীতা। ইন্ডাস্ট্রিতে একটা সময় তিনি পরিচিত মুখ ছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিনি জানিয়েছেন, ছেলে চারদিনে একবার তাঁকে খাবার দিতেন। বৃদ্ধাশ্রমে যেতে তিনি রাজি ছিলেন না। তাই ছেলে এভাবে তাঁর দায় ঝেড়ে ফেলেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যখন তারা রাজার কাছ থেকে তাঁর মায়ের খরচ চান, তিনি তখন এটিএম থেকে টাকা বার করার ছলে চম্পট দেন। এখনও পর্যন্ত তাঁর চিকিৎসার খরচ দাঁড়িয়েছে দেড়লাখ। গীতা নিজেও জানিয়েছেন, ফুর্তির জন্য টাকা দিতে রাজি না হলে রাজা মারধর করতেন তাঁকে।
৫৮ বছরের গীতা যৌবনে নামী কোরিওগ্রাফার ছিলেন। শরীর একটু খারাপ হতেই ছেলে রাজা হাসপাতালে ভর্তি করে দেন তাঁকে। তারপর থেকে রাজার আর খবর নেই। পরে জানা গিয়েছে, যে বাড়িতে তিনি থাকতেন, তাও খালি করে চলে গিয়েছেন।
পাকিজার অভিনেত্রী গীতা কপূরকে মনে আছে? তিনি এখন হাসপাতালে ভর্তি। তবে অসুস্থতার জন্য নয়, ছেলে রাজা কপূর তাঁকে ত্যাগ করে হাসপাতালে রেখে এসেছেন। তারপর চম্পট দিয়েছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -