দেখুন, পাকিস্তানে চলছে নির্বাচন, ভোট দিলেন ইমরান খান, হাফিজ সইদরা
রাওয়ালপিন্ডিতে পোলিং বুথের নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী। ছবি সৌজন্যে এপি/অঞ্জুম নাভিদ
কড়া নিরাপত্তার মধ্যে আজ সকাল সাড়ে আটটা থেকে ৮৫ হাজারেরও বেশি বুথে শুরু হয় ভোটগ্রহণ। ছবি সৌজন্যে এপি/কে এম চৌধুরী
এই ছবিটিও গতকালের। পোলিং বুথে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ভোটকর্মীরা। ছবি সৌজন্যে এপি/বি কে বঙ্গাশ
এই ছবিটি গতকালের। পেশোয়ারে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন সামগ্রী সংগ্রহ করছেন কর্মীরা। ছবি সৌজন্যে এপি/মহম্মদ সাজ্জাদ
পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান রাহিল শরিফও ভোট দিয়েছেন। ছবি সৌজন্যে ট্যুইটার
সেনেটর শেরি রহমানও ভোট দিয়েছেন। ছবি সৌজন্যে ট্যুইটার
বুথগুলির বাইরে মহিলাদেরও লাইনে দাঁড়াতে দেখা যায়। ছবি সৌজন্যে এপি/বি কে বঙ্গাশ
আজ সকাল থেকেই ইসলামাবাদের পোলিং বুথগুলিতে দেখা যায় ভিড়। ছবি সৌজন্যে এপি/বি কে বঙ্গাশ
ইসলামাবাদের একটি পোলিং বুথে ভোট দিচ্ছেন এক মহিলা। ছবি সৌজন্যে এপি/বি কে বঙ্গাশ
বলিউডের ছবি ‘সনম তেরি কসম’-এ অভিনয় করা মাওরা হোকেনও ভোট দিয়েছেন। ছবি সৌজন্যে ট্যুইটার
বেনজির ভুট্টোর ছেলে বিলাবল ভুট্টো জারদারিও ভোট দেওয়ার ছবি ট্যুইট করছেন। ছবি সৌজন্যে ট্যুইটার
লাহৌরের একটি পোলিং বুথে ভোট দিয়েছেন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদ। ছবি সৌজন্যে এপি/কে এম চৌধুরী
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের প্রধান শাহবাজ শরিফও ভোট দিয়েছেন। ছবি সৌজন্যে ট্যুইটার
পাকিস্তানের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দুই মেয়ে বখতাবর ভুট্টো জারদারি (ডানদিকে) ও আসিফা ভুট্টো জারদারি (বাঁ দিকে) ভোট দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ছবি সৌজন্যে ট্যুইটার
ইসলামাবাদের একটি পোলিং বুথে ভোট দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। ছবি সৌজন্যে এপি/অঞ্জুম নাভিদ
পাকিস্তানে আজ আত্মঘাতী বিস্ফোরণ, সংঘর্ষের মধ্যেই চলছে ভোটগ্রহণ