সোয়াট ভ্যালিতে মালালা পৌঁছলেন নিজের বাড়ি
১৭ বছর বয়সে তাঁকে দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কার।
হামলার পর থেকেই তিনি থাকেন ইংল্যান্ডে। এখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি।
মেয়েদের শিক্ষার পক্ষে মুখ খোলায় ২০১২-য় তাঁর মাথায় লাগে তালিবানের গুলি। মালালা এখনও বলছেন, নারী শিক্ষাই তাঁর প্রধান লক্ষ্য।
কিছুক্ষণ নিজের বাড়িতে থেকে বিমানযোগে তিনি যান সোয়াট ক্যাডেট কলেজে, সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সাঙ্গলা জেলায় মেয়েদের একটি স্কুলেরও তাঁর উদ্বোধনের কথা। মালালা ইতিমধ্যেই জানিয়েছেন, লেখাপড়া শেষ করে পাকাপাকিভাবে পাকিস্তানে চলে আসবেন তিনি।
মালালার সঙ্গে ছিলেন পাকিস্তানের জনৈক মন্ত্রী মরিয়ম ঔরঙ্গজেব। ছোটবেলার বন্ধু ও শিক্ষিকাদের সঙ্গে দেখা হয়েছে তাঁর। জানা গিয়েছে, পুরনো পরিচিতদের সঙ্গে সাক্ষাতের পর আবেগে কেঁদে ফেলেন মালালা।
তালিবানি হামলায় মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যাওয়ার ৬ বছর পর আজ বাড়িতে পা রাখলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ২০১২-র সেই ঘটনার পর এই প্রথম পাকিস্তানে এসেছেন তিনি। কঠোর নিরাপত্তার মধ্যে ২০ বছরের মালালা পৌঁছে গিয়েছেন খাইবার পাখতুনওয়ালার সোয়াট জেলায় নিজের বাড়িতে।