আইসিসি র্যাঙ্কিং নিয়ে ভারত ও কোহলিকে নিয়ে পাক সমর্থকদের নিম্নরুচির ঠাট্টা-তামাশা
উল্লেখ্য, এ ধরনেরই একটি রসিকতা গত বছর বাংলাদেশের সমর্থককা করেছিল। ভারতের একদিনের দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কাটামুণ্ডুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই নিম্নরুচির রসিকতার প্রতিবাদ করেছেন এক ভারতীয়ও। তিনি লিখেছেন, আরে, ভিখারি, যখন এদিকে-ওদিকে কোনও টিম জেতে বা হারে, তখন তোমরা প্রথম বার এক নম্বর হয়েছে। আর এরপরই ভিখারির মতো কথাবার্তা শুরু করে দিয়েছ।
অন্য একটি ফটোশপ করা ছবিতে মিসবাকে রাজার মতো সিংহাসনে উপবিষ্ট দেখানো হয়েছে। আর বিরাটকে দারোয়ানের মতো মিসবার পাশে দাঁড়ানো অবস্থায় দেখানো হয়েছে।
আইসিসি তালিকায় শীর্ষস্থানে ওঠার পর সমর্থকরা পাক টিমকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভারতের অধিনায়ক বিরাট কোহলির ছবি ব্যবহার করে টিম ইন্ডিয়াকে নিয়ে ঠাট্টা-তামাশা করছেন। পাক সমর্থকরা এমন কতগুলি ছবি ট্যুইট করেছে, যেগুলি ফটোশপ করা হয়েছে।একটা ছবিতে পাক অধিনায়ক মিসবা উল হক পালোয়ানের মতো বিরাট কোহলিকে কাঁধে তুলে নিয়েছেন বলে দেখানো হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষ টেস্ট বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় ভারত ম্যাচ জয়ের সুযোগটাই পায়নি। আর এই কারণেই এই প্রথম আইসিসি-র টেস্ট দলের ক্রমতালিকায় ভারতকে পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে পাকিস্তান।আর এজন্য পাক সমর্থকরা যা উচ্ছ্বাস ব্যক্ত করতে গিয়ে যা করছেন তা খুবই নিম্নরুচির ছাড়া অন্য কিছু বলা যায় না।
ওয়েস্ট ইন্ডিজকে ২-০ হারিয়ে ৪ টেস্টের সিরিজ জিতেছে ভারত। কিন্তু এরপরও পাকিস্তানের সমর্থকরা ভারতীয় দলকে ঠাট্টা-তামাশা করছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -