ধোনিকে শ্রদ্ধা জানিয়ে কী বললেন এই পাকিস্তানি মডেল, ছবিতে দেখুন!
মহেন্দ্র সিংহ ধোনির জনপ্রিয়তা শুধু ২২ গজে আটকে নেই। ক্যাপ্টেন কুল কিন্তু ঝড় তুলে দিয়েছেন মাঠের বাইরেও। অশান্ত করেছেন অনেকের মন।
পাক মডেল বলেছেন, ধোনি আমায় বলেন, আমিও ক্রিকেটার। টুপিটা দাও। অটোগ্রাফ দিচ্ছি। ধোনির এই সহজ ব্যবহারে মুগ্ধ হয়ে যাই।
মথিরা বলেছেন, প্রচন্ড অপমানিত হই। বেরিয়ে এসে কান্নায় ফেটে পড়তে চাইছিলাম। তখনই এক ভারতীয় ক্রিকেটার আমায় ডাকেন। তিনি স্বয়ং মহেন্দ্র সিংহ ধোনি।
তখন আমার তেমন নামডাক হয়নি। তাই কয়েকজন পাক ক্রিকেটার আমায় অটোগ্রাফ দিলেও সামনাসামনিই বলে ফেলেন, দেখো, মেয়েটার কোনও ভদ্রতা বোধ নেই। অন্তত খাওয়ার সময় তো ডিস্টার্ব করা উচিত নয়!
তিনি বলেছেন, ভারতীয় টিম একবার পাকিস্তান সফরে যে হোটেলে উঠেছিল, সেখানেই ডিনার করতে গিয়েছিলাম। পাক ক্রিকেটাররাও ওখানেই ছিলেন। তারকা ক্রিকেটারদের দেখে অটোগ্রাফ নেওয়ার লোভ সামলাতে পারিনি।
এক ইন্টারভিউতে কথাটা বলে ফেলেছেন মডেলই।
শান্ত, নম্র স্বভাবের মানুষ বলে তাঁকে সবাই জানে। শোনা যাচ্ছে, এহেন ধোনিই দাগ কেটেছেন পাকিস্তানের সুন্দরী মডেল মাথিরা মহম্মদের মনে।