মাথা মানুষের, শরীর শিয়ালের!
কখনও এমন কোনও 'মহিলা'-কে দেখেছেন যাঁর মাথা মানুষের মতো, কিন্তু বাকি শরীর শিয়ালের মত? গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি সকলের নজর কেড়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজানা গিয়েছে, মুমতাজের এই পাঠ মুরাদের বাবা করতেন। ১৮ বছর আগে তাঁর মৃত্যুর পর মুরাদ এইভাবে সেজে থাকেন।
মুরাদ জানিয়েছেন, তাঁকে দেখে বহু মানুষ খুশি হন। তাঁর ছবি তোলেন। অনেকে মনে করেন, তিনি সত্যিকারে এমনই। তাঁকে নানা প্রশ্ন করেন।
মহিলা থাকেন করাচির চিড়িয়াখানায়। তাঁকে দেখতে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ ভিড় জমান। মহিলার সত্যকাহিনী কী? জানুন..
মুরাদ জানিয়েছেন, নিজেকে খাঁচার মধ্যে প্রায় ১২ ঘণ্টা এইভাবে বসে থাকেন। এর মধ্যে দর্শকরা প্রশ্ন করলে তিনি উত্তরও দেন।
আসলে, এই মুমতাজ কোনও মহিলাই নন! তিনি একজন পুরুষ, নাম মুরাদ আলি। বয়স ৩৫। তিনি এই ভাবে আধা শিয়াল-আধা মানুষ সেজে বসে থাকেন। মুমতাজ এক কাল্পনিক চরিত্র মাত্র!
সোশ্যাল সাইটে মুমতাজ বেগম নামে এই মহিলার ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
এই ছবিটি এক পাকিস্তানি মহিলার, যাঁর মাথা মানুষের অথচ শরীর শিয়ালের!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -