এক ঝলকে আইপিএল-এর নতুন অ্যাঙ্কর পল্লবী সারদা
একইসঙ্গে বিদেশি সিনেমাতেও হাত পাকাচ্ছেন পল্লবী। ২০১৬ সালে হলিউড ছবি ‘লায়ন’-এ অভিনয় করেছেন তিনি। ওই ছবিতে রয়েছেন দেব পটেল, নিকোল কিডম্যান।
পাশাপাশি, ‘হিরোইন’, ‘লাভ ব্রেকআপস জিন্দেগি’ -তে তাঁকে দেখা গিয়েছে। ২০১৩ সালে রণবীর কপূর অভিনীত ছবি ‘বেশরম’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।
২০১৫ সালে আয়ুষমান খুরানা অভিনীত বায়োপিক ‘হাওয়াইজাদা’-তে অভিনয় করেছেন তিনি।
পল্লবী ভারতনাট্যমে পারদর্শী
২০১০ সালের মার্চে সিডনিতে ‘মিস ইন্ডিয়া অস্ট্রেলিয়া’ খেতাব জেতেন পল্লবী
২০১০ সালে কর্ণ জোহর পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত ছবি ‘মাই নেম ইজ খান’ ছবির মাধ্যমে বলিউডে আত্মর্ককাশ করেন পল্লবী।
মেলবোর্ন থেকে তিনি মুম্বই আসেন মডেলিং ও অভিনয় জগতে পা রাখার জন্য
তাঁর মা হেমা সারদা ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে সাউথ এশিয়ান রিলেশনস-এর ডিরেক্টর। বাবা নলিনকান্ত ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের অধ্যাপক
মাত্র ১৬ বছর বয়সে পল্লবী কলাবিভাগে স্নাতক (গণমাধ্যম)। এরপর তিনি এলএলবি করেছেন। একইসঙ্গে মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে মর্ডান ল্যাঙ্গোয়েজ (ফরাসি)-র ওপর স্নাতক সম্পূর্ণ করেছেন।
তাঁর বাবা ও মা দুজনই আইআইটি প্রাক্তনী। দুজনই বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট।
আইপিএল-এর প্রথম দিনই দেখা যায় পল্লবীকে।
সকলেই এখন আইপিএল-এর নতুন আকর্ষণীয় মহিলা অ্যাঙ্করকে নিয়ে মাতোয়ারা