“ছবি পরিবেশকরা মাফিয়া”, বললেন অভিনেত্রী তন্নিষ্ঠা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতন্নিষ্ঠা জানিয়েছেন, ছাত্রাবস্থায় তিনিও বেশি দামের টিকিট কেটে ছবি দেখতে পারতেন না। (ছবি: ফেসবুক/তন্নিষ্ঠা চ্যাটার্জি)
তাঁর প্রশ্ন, ৫ কোটির ছবি আর ৫০০ কোটির ছবি- দুয়ের টিকিটের দাম কী করে এক হতে পারে? অন্যধরনের ছবির কর মুক্তির পাশাপাশি অত্যাবশ্যক স্ক্রিনিংয়েরও দাবি করেছেন তিনি।
তাঁর বক্তব্য, ছবির টিকিটের দাম হওয়া উচিত ছবির বাজেট অনুযায়ী। পরীক্ষা নিরীক্ষামূলক ছবি দেখতে তরুণ প্রজন্ম সব সময় আগ্রহী। কিন্তু টিকিটের দাম বেশি হওয়ায় অনেক সময়েই তা থেকে যায় তাদের ধরাছোঁয়ার বাইরে। (ছবি: সোলারিস)
পরিচালক প্রকাশ ঝা ও অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে কথা বলেছেন তন্নিষ্ঠা। তাঁরাও নাকি তাঁকে জানিয়েছেন, এখনকার দিনে ছবি করাটা সমস্যা নয়। যত ঝামেলা মার্কেটিং আর ডিস্ট্রিবিউশন নিয়ে। (ছবি: সোলারিস)
তন্নিষ্ঠা বলেছেন, যে সব ছোট ছবি সবথেকে বেশি ভারতীয় দর্শক ধরতে চায়, তাদের সঙ্গে পরিবেশকদের ব্যবহারটা মাফিয়াদের মত। আমি কাজ করেছি এমন বহু ছবি আছে, যেগুলো এ দেশে মুক্তি পেতেই সমস্যায় পড়েছে। এন্টারটেনমেন্ট ট্যাক্স সিস্টেম যেভাবে কাজ করে তারও সমালোচনা করেছেন তিনি। (ছবি: সোলারিস)
অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় মনে করেন, ছোট ছবির পরিবেশকরা মাফিয়াদের থেকে কোনও অংশে কম নন। ‘পার্চড’ ও ‘অ্যাংরি ইন্ডিয়ান গডেসেস’-এর অভিনেত্রী তন্নিষ্ঠা অবশ্য একইসঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, তিনি অভিনয়ই করতে চান, নীতি নির্ধারণ তাঁর কাজ নয়। (ছবি: ফেসবুক/তন্নিষ্ঠা চ্যাটার্জি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -