১২ কোটির এনগেজমেন্ট রিং হারিয়ে ফেললেন প্যারিস হিল্টন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Mar 2018 05:00 PM (IST)
1
2
3
4
5
6
তবে অবশেষে নাইট ক্লাবের ভিআইপি এলাকায় একটি বরফ ভর্তি বালতির মধ্যে থেকে হীরের আঙটি উদ্ধার হয়।
7
সেই সময় ছলছল চোখে দাঁড়িয়ে ছিলেন প্যারিস।
8
তারপর তল্লাশি চালানো হয় সেই ১২ কোটির আঙটির।
9
পুরো নাইট ক্লাব সেই সময় ভর্তি এবং অন্ধকার ছিল। তার জেরেই বিপত্তি।
10
হাত তুলে উদ্দাম নাচে মত্ত ছিলেন প্যারিস হিল্টন। সেই সময়ই আঙুল থেকে বেরিয়ে যায় প্যারিসের আঙটি
11
মিয়ামির নাইট ক্লাবে নাচতে নাচতে ১২ কোটির এনগেজমেন্ট রিং হারিয়ে ফেললেন সোশ্যালাইট প্যারিস হিল্টন