মায়ের ৭৫তম জন্মদিন, বিরাট পার্টি দিলেন কর্ণ জোহর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Mar 2018 12:15 PM (IST)
1
জানা গিয়েছে, পার্টিতে আমন্ত্রিতদের আমন্ত্রণপত্রের সঙ্গে কর্ণ পাঠান এক বোতল শ্যাম্পেন, কেক আর প্রচুর চকোলেট। ছবিরে হীরুকে দেখা যাচ্ছে শ্বেতা বচ্চনের সঙ্গে।
2
পার্টিতে সোনু নিগমের গান।
3
ছিলেন রানি মুখোপাধ্যায়।
4
দুই নাতি নাতনি রুহি আর যশের সঙ্গে হীরু। রয়েছেন কর্ণও।
5
মায়ের সঙ্গে ছবির এই কোলাজ পোস্ট করেন কর্ণ জোহর। লেখেন, আমার ব্রহ্মাণ্ডের কেন্দ্র আর ভালবাসা!!! আমার মা আজ ৭৫!!!
6
কর্ণের মায়ের সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার সেলফি।
7
সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের পার্টির কিছু ছবি পোস্ট করেছেন কর্ণ।
8
গতকাল ছিল কর্ণ জোহরের মা হীরু জোহরের জন্মদিন। ৭৫-এ পড়লেন তিনি।