এবার কানপুরে দেদার বিকোল মোদী, স্বচ্ছ ভারত, পদ্মের ছবি দেওয়া রাখী
কে কে শ্রীবাস্তব নামে এক বিক্রেতা জানিয়েছেন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার ক্ষমতায় আসার পর থেকেই গেরুয়া সুতোর রাখীর চাহিদা বেড়েছে। হোলির সময় যেমন গেরুয়া আবিরের চাহিদা বেড়ে যায়, তেমনই রাখীতেও গেরুয়া সুতোর খোঁজ করছেন ক্রেতারা। এর ফলে এই ধরনের রাখীর দাম বেড়ে গিয়েছে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিক্রেতারা জানিয়েছেন, এবার গেরুয়া সুতোর রাখী প্রচুর বিক্রি হয়েছে। আট থেকে আশি সবাই এই রাখী কিনেছে
স্বচ্ছ ভারত ও পদ্মফুলের ছবি দেওয়া রাখীর চাহিদাও ছিল তুঙ্গে
শিশুদের মধ্যে মোদীর জনপ্রিয়তা যে কত বেশি, সেটা কানপুরের রাখীর বাজারে ঘুরে বোঝা গেল। বাচ্চারা ইলেকট্রনিক রাখী ও ট্যাটু ছেড়ে মোদীর ছবি দেওয়া রাখী কিনেছে
রাখীর বাজারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা অটুট। উত্তরপ্রদেশের কানপুরে এবার সবচেয়ে বেশি বিক্রি হল মোদী, স্বচ্ছ ভারতের লোগো ও বিজেপি-র প্রতীক পদ্মফুলের ছবি দেওয়া রাখী। এই তিন ধরনের রাখীর চাহিদা ছিল ব্যাপক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -